parbattanews

দিঘীনালায় সুমন্তু চাকমা হত্যার ঘটনায় ৪৩জনকে আসামি করে মামলা

দিঘীনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দিঘীনালায় ইউপিডিএফ গণতান্ত্রিক দলের কর্মী সুমন্তু চাকমাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার(৩ নভেম্বর) দুপুরে নিহত সুমেন্তু চাকমার স্ত্রী চম্পা চাকমা বাদী হয়ে দিঘীনালা থানায় এ মামলা দায়ের করেন|

মামলার এজাহারে চম্পা চাকমা উল্লেখ করেন, সুমন্তু চাকমা গত ৪/৫ বছর আগে প্রসিত বিকাশ সমর্থিত ইউপিডিএফ দলে কাজ করতো। তখন থেকেই সুজয় চাকমার নেতৃত্বে উক্ত আসামিরা আমাদের বাড়িতে আসা-যাওয়া করতো। এক পর্যায়ে প্রসিত বিকাশ সমর্থিত ইউপিডিএফ ভেঙ্গে ইউপিডিএফ গণতান্ত্রিক নামে সৃষ্টি হলে, আমার স্বামী সুমেন্তু চাকমা নতুন দলে যোগদান করেন।এরপর থেকেই সে মাঝেমধ্যেই বাড়ি আসতেন।

ঘটনার দিন রাতে বাড়ি এসে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে যাওয়ার পর, পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে গুলি করে হত্যা করে।

দিঘীনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনা স্বীকার করে জানান, সুমন্তু চাকমা হত্যার ঘটনায় তার স্ত্রী চম্পা চাকমা বাদী হয়ে সুজয় চাকমাকে প্রধান আসামি করে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং ৭/৮জনের নাম অজ্ঞাত করে হত্যা মামলা দায়ের করেছেন।

Exit mobile version