parbattanews

দিঘীনালা কলেজে হিল উইমেন্স ফেডারেশনের কমিটি গঠিত

খাগড়াছড়ির দিঘীনালা কলেজে হিল উইমেন্স ফেডারেশনের শাখা কমিটি গঠন করা হয়েছে। আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিঘীনালা কলেজ হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। মেনাকি চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সংগঠক দেবদন্ত ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক চন্দনী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা থানা শাখার সদস্য জীবন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরেশ চাকমা ও কলেজ শাখার সভাপতি রূপেশ চাকমা এবং দিঘীনালা কলেজের ছাত্রী অর্জিতা চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন, ভূমি বেদখলের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই নারী অধিকার আদায় সম্ভব। তাই পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার সংগ্রামে নারীদেরকে এগিয়ে আসতে হবে। বক্তারা নারী নির্যাতন সহ সকল ধরনের নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান।

সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে অর্জিতা চাকমাকে সভাপতি, চৈতালী চাকমাকে সাধারণ সম্পাদক ও লাভলী চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট দিঘীনালা কলেজ কমিটি গঠন করা হয়। হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক চন্দনী চাকমা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। – প্রেসবিজ্ঞপ্তি

Exit mobile version