parbattanews

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস

বিশ্বকাপের ১৯তম ম্যাচে আজ সকালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে আজকে মাঠে গড়াচ্ছে দুইটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

লখনৌ এর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় ডাচদের বিপক্ষে মাঠে নামছে লঙ্কানরা।

বিশ্বকাপে টুর্নামেন্টে শ্রীলঙ্কাই একমাত্র দেশ যারা এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। সে তুলনায় অনেকটা নিশ্চিন্ত নেদারল্যান্ডস। এরই মধ্যে একটা জয় পেয়েছে দলটি। যেনতেন জয় নয়, শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তারা পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানকে উন্নত করেছে। পয়েন্ট টেবিলে উঠে এসেছে অষ্টম স্থানে, আর শ্রীলঙ্কা সবার নিচে।

বিশ্বকাপ ক্রিকেটে ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার এমন নাজুক অবস্থার মুখোমুখি অনেকদিন হয়নি। চ্যাম্পিয়ন হওয়ার আগে তারা ১৯৮৭ সালের বিশ্বকাপে টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে সবগুলো ম্যাচ হেরেছিল। তারপর থেকে কখনো শুরুতে টানা তিন ম্যাচ হারেনি, হেরেছে এবার।

পরিসংখ্যানে শ্রীলঙ্কা নিরঙ্কুশ ফেভারিট। নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের দলীয় সর্বোচ্চ রান ৪৪৩/৯ রেকর্ডের পাতায় স্থান করে নিয়েছে। দলীয় সর্বোচ্চ রানের তালিকায় চতুর্থ স্থানে এটি। তবে এ ঘটনা এখন অতীত। ২০০৬ সালে এ কীর্তি গড়েছিল শ্রীলঙ্কা। চলমান বিশ্বকাপে তাদের অবস্থা বেশ নাজুক, আর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নেদারল্যান্ডস চনমনে অবস্থায়। ফলে জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা করতেই পারে ক্রিকেটভক্তরা।

এদিকে নেদারল্যান্ডসের বাস ডি লিডির সামনে একটা রেকর্ডের হাতছানি এ ম্যাচে। এ পর্যন্ত ৭ উইকেট পেয়েছেন তিনি। এ ম্যাচে অথবা টুর্নামেন্টে আর চার উইকেট পেলে নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারের কৃতিত্ব গড়বেন। বর্তমানে এ কীর্তি তারই বাবা টিম ডি লিডির। ১১ উইকেট নিয়ে শীর্ষে তিনি।

Exit mobile version