দীঘিনালায় গাছ বোঝাই মিনিট্রাক উল্টে নিহত ১, আহত ৩


খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে| নিহতের নাম খোকন চন্দ্র দাস (৫০)। তিনি উপজেলার থানাপাড়া এলাকার সুকুমার দাসের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
২ নভেম্বর সন্ধ্যায় বড়াদম এলাকায় গাছ বোঝাই মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক খোকনের অবস্থা আশঙ্কাজনক দেখে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।
ঘটনাপ্রবাহ: আহত, খাগড়াছড়ি, দীঘিনালা
Facebook Comment
















