দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

ছবি : দীঘিনালা প্রতিনিধি
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ১২ নভেম্বর বুধবার উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম নুনছড়ি চৌধুরী পাড়ায় সকাল ১০টায় হতে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কার্যক্রম।
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনষ্ঠানে দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক, পিএসসি উপস্থিত ছিলেন।
চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন, দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. শাইকুদ্দিন সাকলাইন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের এ্যাডজুট্যান্ট আবদুল্লা আল আজমী।
এসময় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করেন।

ঘটনাপ্রবাহ: দীঘিনালা
Facebook Comment

















