Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

দীঘিনালার ছনখোলাপাড়ায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা:

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২২ জুন) উপজেলার দীঘিনালা ইউনিয়নের বড়াদম এলাকার ছনখোলা পাড়ায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তার ক্যাপ্টেন ফয়সাল অাখতার।

এখানে চিকিৎসা নিতে অাসা মিলনসোনা চাকমা (৬৫) জানান, দীর্ঘদিন যাবৎ পেটে ও হাটুর ব্যথায় কষ্ট পেয়ে অাসছিলাম। টাকার অভাবে চিকিৎসা নিতে পারিনি। সেনাবাহিনীর বিনামূল্যের মেডিকেল ক্যাম্প হচ্ছে খবর পেয়ে দ্রুত এসেছি। চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুব ভালো লাগছে।

এ ব্যাপারে ডা. ক্যাপ্টেন ফয়সাল অাখতার জানান, সেনাবাহিনীর উদ্যোগে এ ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিত পরিচালনা করা হয়। বিশেষকরে দুর্গম ও দারিদ্র্যপীড়িত এলাকাগুলোই মেডিকেল ক্যাম্পের জন্যে বেশী গুরুত্ব দেয়া হয়।

এসময় বিভিন্ন দুর্গম এলাকার ১ শত ৩ জন হতদরীদ্র উপজাতি রোগীর মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন