parbattanews

দীঘিনালার দরিদ্রদের মাঝে নিরাপত্তা বাহিনীর বিনামূল্যে ওষুধ বিতরণ

Dighinala picture (02) 06-02-2017 copy

দীঘিনালা প্রতিনিধি:

সোমবার জোন সদরে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্ধোধন করেন দীঘিনালা জোনের মেজর এআরএম শাহিনুর রহমান। উপজেলার বিভিন্ন দূর্গম এলাকা থেকে আগত রোগীদের চিকিৎসা সেবা দেন দীঘিনালা জোনের চিকিৎসা কর্মকার্তা ক্যাপ্টেন মো. সালমান সাব্বির। এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু।

দীঘিনালা জোনের মেজর এআরএম শাহিনুর রহমান বলেন, উপজেলার দূর্গম ও দরিদ্র এলাকার লোকজন আর্থিক সংকটের কারণে ইচ্ছে থাকা সত্বেও চিকিৎসা ও ওষুধ কিনে খেতে পারে না। তাদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেই সপ্তাহের প্রতি সোমবার এখান থেকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হবে।

নিরাপত্তা বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার রস্যামুনি কার্বারী পাড়া গ্রামের কালাবী চাকমা (৭০), আলোগী চাকমা(৭৮) বলেন, “দীর্ঘদিন যাবৎ হাতপায়ের ব্যথা, শরীর দূর্বল চলাফেরা করতে কষ্ট হচ্ছে। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছিনা। নিরাপত্তা বাহিনীর ওষুধ বিতরণের খবর পেয়ে এখানে এসেছি। চিকিৎসা ও ঔষুধ পেয়ে  খুব ভালো লাগছে।”

এসময় উপজেলার বিভিন্ন দূর্গম এলাকার সাড়ে তিনশত দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

Exit mobile version