parbattanews

দীঘিনালার দুর্গম গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর

দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের দূর্গম চাপ্পাপাড়া গ্রাম। এ গ্রামে বিদ্যুতের আলো পৌছায়নি। পিছিয়ে পড়া গ্রামের সবাই নিম্ন আয়ের লোকজন।

সম্প্রতি এ গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর ৭টি পরিবারকে প্রদান করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে একটি ডিপ টিউবওয়েল প্রদান করা হয়েছে। যাতে করে গ্রামবাসী সহজেই পানি উত্তোলন করতে পারেন। তার জন্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি জেনারেটর প্রদান করা হয়েছে। এখন এ গ্রামের ৩০টি পরিবারের বিশুদ্ধ পানির সমস্যা সমাধান হয়েছে।

চাপ্পাপাড়া গ্রামের পাশাপাশি উপজেলার ৬০টি গ্রামের ৫০০ হতদরিদ্র পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। ওই গ্রামগুলোতেও পাকা ঘরের বাসিন্দাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া গ্রামের নারীদের স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিনও দেওয়া হয়েছে।

এ সময় চাপ্পাপাড়ার রিন বালা ত্রিপুরা মেশিনে কাপড় সেলাই করতে করতে বলেন, ‘আমার ঘরটি একেবারেই ভাঙাচোরা ছিল। স্বামী বানেশ্বর ত্রিপুরা দিনমজুর। বৃষ্টি হলে ঘরে পানি ঢুকত। ছেলে-মেয়েদের বই খাতা ভিজে যেত। এখন পাকা ঘরে অনেক সুখে আছি। বাড়ির উঠানেই সুপেয় পানির ব্যবস্থা হয়েছে।’

সম্প্রতি উপজেলার চাপ্পাপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের নারীরা কলসি নিয়ে ট্যাংক থেকে পানি সংগ্রহ করছেন। পানি নিতে আসা ক্ষমাতি ত্রিপুরা (২৬) বলেন, ‘পাকা ঘরের পাশাপাশি আমাদের পানির কষ্ট দূর হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, ‘চাপ্পাপাড়া গ্রামের অধিকাংশ মানুষ হতদরিদ্র। সেখানে পাকা ঘর নির্মাণের পাশাপাশি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে গভীর নলকূপ ও পানির ট্যাংক স্থাপন করে দেয়া হয়েছে।’

Exit mobile version