parbattanews

দীঘিনালার বাবুছড়ায় বিজিবি’র মামলায় আটক ফুলরাণীর জামিন মঞ্জুর

kjkhkf

খাগড়াছড়ি প্রতিনিধি :

দীঘিনালার বাবুছড়া এলাকার যত্ন মোহন কার্বারী পাড়ায় গত ১০ জুন বিজিবি সদর দপ্তরে হামলার ঘটনায় বিজিবি সুবেদার মেজর গোলাম রসুল ভূঁইয়ার দায়ের করা মামলায় আটক ফুলরাণী চাকমা(৫৫)-এর জামিন মঞ্জুর করেছে খাগড়াছড়ি জেলা আদালত।

বুধবার সকালে এ্যাডভোকেট আশুতোষ চাকমা ফুলরাণী চাকমার জামিন প্রার্থনা করলে খাগড়াছড়ি জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল মনসুর সিদ্দিকী তাঁর জামিন মঞ্জুর করেন। দীঘিনালা ভূমি রক্ষা কমিটি সদস্য ধর্মজ্যোতি চাকমা এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানান।

উক্ত মামলায় আটক ১৬ বছরের কিশোরী অপ্সরী চাকমা গতকাল মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে ৩ জুলাই মায়ারাণী চাকমাও জামিনে মুক্তি লাভ করেন। বিজিবি’র দায়ের করা উক্ত মামলায় বর্তমানে আরো ৪ জন কারাগারে আটক রয়েছেন। এরা হলেন, প্রদীপ কুমার চাকমা(৬০), মহেন্দ্র চাকমা(৭০), নিধু রাম চাকমা(৫৫) ও নতুন চন্দ্র চাকমা(৬০)।

Exit mobile version