parbattanews

দীঘিনালায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রতিনিধি দীঘিনালা:

দীঘিনালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে তালিকাভুক্ত হওয়ার অসামান্য অর্জনকে স্বাগত জানাতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার(২৫ নভেম্বর) সকালে উপজেলা শিল্পকলা একাডেমিতে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা,  দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মো. এনামুল হক, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দীন ভুইয়া এবং দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাপূর্ণ চাকমা’ প্রমুখ।

পরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version