parbattanews

দীঘিনালায় আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ

বঙ্গবন্ধু‘র জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ করেছে দীঘিনালা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

রবিবার (১৯ জুলাই)সকাল ১১টা বৃক্ষরোপণ কর্মসূচী উদ্ধোধন করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোকেয়া পারভিন।

এসময় উপজেলার বেতছড়ি ভিডিপি ক্লাব, মাদ্রসা ক্যাম্প, রশিকনগর ভিডিপি ক্লাব, মেরুং ভিডিপি ক্লাব এবং জামতলী ভিডিপি ক্লাবের মাঝে বনজ, ফলজ, ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোকেয়া পারভিন জানান, খাগড়াছড়ি জেলা আনসার ভিডিপি কমাড্যান্ট আশরাফ হোসেন সিদ্দিকের সার্বিক ব্যবস্থাপনায় এ বক্ষরোপণ কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচীতে উপজেলার ভাতাভোগী আনসার ও ভিডিপি’র সকল কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ৪ হাজার ২ শত গাছের বিতরণ ও রোপণ করা হয়।

Exit mobile version