parbattanews

দীঘিনালায় আশ্রয়ণ প্রকল্প এলাকায় শীতবস্ত্র বিতরণ 

ছবি: জুরজুরি পাড়া আশ্রয়কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ করছেন ইউএনও মোহাম্মদ আরাফাতুল আলম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম বলেন, ‘আশ্রয়কেন্দ্রের প্রতিটি বসতবাড়ির আঙ্গিনায় এবং আশেপাশের পতিত জমিতে শাকসবজির চাষাবাদ করতে হবে। উৎপাদিত শাকসবজি যাতে নিজেদের খাদ্য চাহিদা মিটিয়ে বিক্রি করে লাভবান হওয়া যায়।’

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে দীঘিনালা উপজেলার জুরজুরি পাড়া এবং মধ্যবেতছড়ি আশ্রয়কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ কালে এসব কথা বলেন তিনি।

মধ্যবেতছড়ি এবং জুরজুরি পাড়া আশ্রয়কেন্দ্রে বসবাসরত ১শ ২ জন পরিবারের মাঝে একটি করে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় তিনি উপস্থিত জুরজুরি পাড়া এবং মধ্যবেতছড়ি আশ্রয় কেন্দ্রের লোকজনদের খোঁজখবর নেন।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুস সালাম এবং ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী প্রমুখ।

Exit mobile version