parbattanews

দীঘিনালায় ইউপিডিএফ সদস্য সুদৃষ্টি চাকমা হত্যার ঘটনায় জেএসএস’র ৭ জনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

mamla_1

দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)- এর কর্মী সুদৃষ্টি চাকমা হত্যার ঘটনায় জেএসএস (সন্তু) গ্রুপের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা। ৭ জনের নাম উল্লেখ করে মোট ১৫ জনের নামে একটি হত্যা মামলা করেছে সুদৃষ্টি চাকমার স্ত্রী একি চাকমা।

আজ (মঙ্গলবার) দুপুরে দীঘিনালা সদর থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ মামলার সত্যতা নিশ্চিত করেছে।

রবিবার সকাল ৮টার দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের রাস্তার মাথা বাজার এলাকায় সন্ত্রাসী হামলায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের অনিবন্ধিত আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট  (ইউপিডিএফ)-এর কর্মী সুদৃষ্টি চাকমা নিহত হয়।

এই ঘটনার পর নিহত সুদৃষ্টি চাকমা স্ত্রী একি চাকমা নিজে বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করে। মামলায় ৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৮ জন সহ ১৫ জনেকে আসামি করা হয়। এরমধ্যে দক্ষিন বাবুছড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার সুমতি রঞ্জন চাকমার ছেলে শান্তি জীবন চাকমা (৩০), একই ইউনিয়নের কৃপাপুর এলাকার চিত্রকুমার চাকমার ছেলে বিজয় চাকমা (২৫), শনখোলা পাড়ার শুদ্ধধন চাকমার ছেলে সমর বিকাশ চাকমা (৪৭), বাবুছড়া ইউনিয়নের শান্তি প্রিয় চাকমা (২৬), প্রভাতমনি চাকমার ছেলে রিটেন চাকমা (৩০), খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর গ্রামের স্মৃতিবিন্দু চাকমার ছেলে গোল্ডি চাকমা (৩০), পানছড়ি
উপজেলার মৃত তারা মোহন চাকমার ছেলে ইন্দু কুমার চাকমা (৫৫)। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন টিটো এ প্রতিনিধিকে দায়েরকৃত মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version