parbattanews

দীঘিনালায় ইয়াবাসহ একজন আটক, মোটরসাইকেল জব্দ

ইয়াবা

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালায় ইয়াবা পাচারের সময় একজনকে আটক করা হয়েছে। এ সময় তার সাথে থাকা একশত পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যাক্তি আহমদ আলী (৩৫) রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মধ্যম পাড়া গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আটক আহমদ আলী বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে বাঘাইছড়ি যাচ্ছিল। দীঘিনালা সেনা জোন অতিক্রম করার সময় গতিরোধ করার জন্য সিগন্যাল দিলে সে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে। এ সময় দেহ তল্লাশি করে তার ব্যবহৃত মোটরসাইকেলের হেলমেটের ভেতরে থাকা একশত পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

আটক আহমদ আলী জানান, সে একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। এক হাজার টাকার বিনিময়ে ইয়াবাগুলো বাঘাইছড়ি পৌছে দেয়ার দায়িত্ব ছিল তার।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

Exit mobile version