parbattanews

দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জসনে জুলুছ

দীঘিনালায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে জসনে জুলুছ উদযাপিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকালে দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে কবাখালী আল আমিন এবতেদায়ী মাদ্রাসা মাঠ থেকে জুলুছ ( শোভাযাত্রা ) শুরু হয়। জুলুছে উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক লোক সমাগম হয়।

পরে জুলুস উপজেলা কমপ্লেক্স এবং থানা বাজার প্রদক্ষিণ করে সড়ক ও জনপদ বিভাগের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আসলাম উদ্দীনের সভাপতিত্বে দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সাধারণ সম্পাদক হযরত মাওলানা জহিরুল ইসলাম, বাঘাইহাট জামে মসজিদের ঈমাম আলহাজ্ব মাওলানা কাউছার আহমেদ নুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এবং উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপদেষ্টা মোঃ মাহবুব আলম, মাওলানা সেলিম প্রমূখ।

পরে সেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ স্বরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Exit mobile version