parbattanews

দীঘিনালায় উন্নয়ন মেলা উদ্বোধন

 

দীঘিনালা প্রতিনিধি:

“উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৮। বৃহস্পতিবার(১১জানুয়ারি) সকালে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রাটি উপজেলা কমাপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলার লারমা স্কোয়ার প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল আযম, দীঘিনালা

প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিনহাজ্ব উদ্দীন, অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা একটি বাড়ি একটি খামাড় ও পল্লী সঞ্চয় ব্যাংক এর ব্যবস্থাপক ইকো তালুকদার উপজেলা মৎস কর্মকর্তা অর্বণা চাকমা, উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর আবাসিক প্রকৌশলী অশোক কুমার দাশ, ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মাইন উদ্দীন প্রমুখ|

Exit mobile version