parbattanews

দীঘিনালায় উন্মুক্ত পদ্বতিতে ভাতাভোগী বাছাই

বক্তব্য রাখছেন দীঘিলানা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ

“শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দীঘিলানা উপজেলায় শুরু হয়েছে উন্মক্ত পদ্বতিতে ভাতাভোগী বাছাই কার্যক্রম।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) উন্মুক্ত পদ্বতিতে ভাতাভোগী বাছাই কার্যক্রম উদ্বোধন করেন দীঘিলানা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ।

কবাখালী ইউনিয়নে বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মিন্টু, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তুলসি মোহন ত্রিপুরা, মেরুং ইউনিয়ন পরিষদের মেম্বার ঘনশ্যাম ত্রিপুরা প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ বলেন, বর্তমান সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা জনগনের দোর গোরায় পৌঁছে দেয়ার জন্য উন্মুক্ত পদ্ধতি গ্রহণ করা হয়েছে । যাতে করে প্রকৃত লোকজন বাদ না যায়।

তিনি আরও বলেন, পর্যায়াক্রমে সবকটি ইউনিয়নে ভাতাভোগীদের বাছাই করা হবে।

সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধীদের ভাতা উন্মুক্ত পদ্বতিতে বাছাই করা হচ্ছে ।

Exit mobile version