parbattanews

দীঘিনালায় এক আনসার সৈনিক ৪ দিন যাবৎ পলাতক

20170319_183947

দীঘিনালা প্রতিনিধি :

দীঘিনালা থেকে এক আনসার সৈনিক গত বৃহস্পতিবার থেকে পলাতক রয়েছে। পলাতক আনসার সৈনিকের নাম মো. বায়েন উদ্দীন। তার পিতার নাম মৃত লাহার উল্লাহ। সে দীঘিনালা উপজেলার ৩১ নং আনসার ব্যাটালিয়নের সৈনিক। এদিকে ঘটনার পর থেকে কর্মস্থলে যোগদানের জন্যে তার স্থায়ী ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে।

৩১ আনসার ব্যাটালিয়ন সুত্রে জানা যায়, সৈনিক বায়েন উদ্দীন ব্যাটালিয়ন পরিচালিত ক্যান্টিন পরিচালনার দায়িত্বে ছিলেন। গত ১৬ মার্চ সন্ধ্যা ৬টায় উপজেলার জামতলী সদর দফতরে রোল কল করার পর তাকে কর্মস্থলে অনুপস্হিত পাওয়া যায়। ঘটনার পর খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া যায়নি। এদিকে তার সন্ধান পেতে গত ১৭ মার্চ তার স্থায়ী ঠিকানা রাজশাহী জেলার মোহনপুর উপজেলার শরমইল গ্রামে নোটিশ পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ৩১ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. সাজ্জাদ মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি উর্ধত্বন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং পলাতক সৈনিক বায়েন উদ্দীনকে সাত দিনের মধ্যে কর্মস্থলে যোগ দিতে তাঁর গ্রামের ঠিকানায় নোটিশ প্রেরণ করা হয়েছে।

Exit mobile version