parbattanews

দীঘিনালায় এমপি’র ইটভাটা থেকে ইট পাচারকালে ৫ জনকে আটক

dighinala(A)

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় এমপির ইটভাটা থেকে ইট পাচারকালে পাঁচ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলার গোপাল মেম্বার পাড়াস্থ খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরার ইটভাটায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে একটি ট্রলিসহ পাঁচ পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসে। এর আগে ইটবুঝাই একটি ট্রলি পালিয়ে যায়।

ইট ভাটার ম্যানেজার মোশারফ হোসেন জানান, তিনি রাতে ভাটাতে ছিলেননা, দুইজন পাহাড়াদার ছিল তাদের জিম্মি করে জোরপূর্বক ইট নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। দীঘিনালা থানার আটককৃত ইট পাচারকারীরা হলেন, হাচিনসনপুর এলাকার কল্যান চাকমার ছেলে বাপ্পি চাকমা (১৮), বিজয় চাকমা (১৫), তারাবুনিয়া এলাকার পুতুলচনা চাকমার ছেলে জসু চাকমা (২০), বীরজ্যোতি চাকমার ছেলে চন্দ্র আলো চাকমা (২০) ও রমনি রঞ্জন চাকমার ছেলে রেবু চাকমা (২৬)।

অফিসার ইনচার্জ ইসরাফিল মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এমপি’র ইটভাটা থেকে জোরপূর্বক ইট পাচারকালে ইটবুঝাই একটি ট্রলিসহ পাঁচজন পাচারকারীকে আটক করা হয়েছে। তবে এবিষয়ে এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

Exit mobile version