parbattanews

দীঘিনালায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা থানায় ‘ওপেন হাউজ ডে’ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ একটি সেবামূলক সার্ভিস। সেবার মানসিকতা নিয়ে সবাইকে কাজ করতে হবে। সেবা গ্রহণ করার জন্যে সকলকে সহযোগিতার মনোভাবাপন্ন হতে হবে।

এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী অশোক কুমার দাস, মোবারক হোসেন মেম্বার,  হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিবু চন্দ্র দে,  আবদুল গফফার, বৃহত্তর পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের উপজেলা পরিষদের সভাপতি মো আল আমিন, মনছুর আলম হীরা, মুক্তিযোদ্ধা মোতালেব সুফি প্রমুখ।

Exit mobile version