parbattanews

দীঘিনালায় কঠোরভাবে পালিত হল টানা ৬০ ঘন্টার হরতাল

মোঃ আল আমিন, দীঘিনালা:

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নিবার্চনের দাবীতে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আহ্বানে ডাকা টানা ৬০ ঘন্টার হরতাল কঠোরভাবে পালন হয়েছে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়। হরতালের প্রথম দিন, দ্বিতীয় ও আজ শেষ দিনে হরতালের সমর্থনে সকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে।

এদিকে হরতালের কারনে টানা তিন দিন উপজেলা শহরের বেশীভাগ দোকান বন্ধ ছিল। তাছাড়া কোন ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি, এছাড়া উপজেলার গুরুতপৃর্ন স্থানে মোতায়ন ছিল অতিরিক্ত পুলিশ। তাছাড়া কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পালিত হয় এই হরতাল। অন্য দিকে উপজেলার প্রবীণ লোক জন বলছে, এই ভারের হরতাল জীবনের প্রথম দেখলাম কোন দোকান খোলা নেই, নেই স্থানীয় কোন গাড়ীর চলাচল তাই বলতে পারি এই উপজেলায় প্রথম ব্যতিক্রম ভাবে পালিত হয় এই হরতাল।

এদিকে হরতাল শেষে উপজেলা বিএনপি ও ছাত্রদলের পক্ষ হতে সকল অংগ ও সহযোগী সংগঠনকে স্বত:স্ফুর্ত ও শান্তিপূর্ণভাবে হরতাল পালন করার জন্য ধন্যবাদ জানান।

Exit mobile version