parbattanews

দীঘিনালায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচার কার্যক্রম

দীঘিনালায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করেন, উপজেলা পরিষদ এবং যুব রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটস।

এ সময় শিক্ষার্থীদের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।

করোনাভাইরাস প্রতিরোধের জন্য সাবান দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে চোখ ও মুখে স্পর্শ না করা, হাঁচি কাশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা, অসুস্থ পশু, পাখির সংস্পর্শ না আসা এবং মাছ মাংস ভালোভাবে রান্না করাসহ বিভিন্ন উপায়গুলো সম্পর্কে অবহিত করা হয়।

এ সময় উপজেলার হাচিনসনপুর উচ্চ বিদ্যালয় অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় এবং হাচিনসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমে বক্তব্য রাখেন, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু।

এ সময় শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল শেখান, উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান সুজল চৌধুরী এবং সদস্য মোঃ ইব্রাহিম।

Exit mobile version