parbattanews

দীঘিনালায় করোনাভাইরাস প্রতিরোধে পণ্য সামগ্রী কিনতে দোকানে দূরত্ব বজায় রাখার আহ্বান

দীঘিনালায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পণ্য সামগ্রী দোকানে দূরত্ব বজায় রেখে পণ্য সামগ্রী কেনার আহ্বান জানানো হয়েছে।

শনিবার(২৮ মার্চ) উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকানে এসব দূরত্ব বজায় রাখার চিহ্ন একে দেন।

এসময় উপজেলার বোয়ালখালী বাজার কবাখালী বাজার, মেরুং বাজার, বাবুছড়া বাজারের ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকানে এসব দূরত্ব বজায় রাখার চিহ্ন একে দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ এবং দীঘিনালা জোনের ক্যাপ্টেন মো. সাকিব হোসে।

এব্যাপারে দীঘিনালা জোনের ক্যাপ্টেন মো. সাকিব হোসেন জানান, দোকানে পণ্য সামগ্রী কেনার সময় আমরা খুব নিকটে চলে আসি। এতে করোনাভাইরাস সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে। তাই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পণ্য সামগ্রী কেনার আহ্বান জানিয়ে এসব চিহ্ন একে দেয়া হয়েছে।

Exit mobile version