parbattanews

দীঘিনালায় করোনা ভাইরাসের চিকিৎসা দিতে ‘টেলিমেডিসিন’

দীঘিনালা উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গঠন করা হয়ছে ‘টেলিমেডিসিন’| এ টেলিমেডিসিন বা ফোন কলের মাধ্যমে হোম কোয়ারান্টাইন বা আইসোলেসনে থাকা ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।

বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল এর নিবন্ধিত চিকিৎসকরা এ সেবা প্রদান করবেন। চিকিৎসকরা হলেন, দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) ডা. মো. রাশেদুল আলম মোবাইল নম্বর (০১৮২৮৮৫৯৪৩৪), ডা. সুগত চাকমা মোবাইল নম্বর (০১৫৫৬৭০৩৮১৪) এবং ডা. প্রমেশ চাকমা মোবাইল নম্বর (০১৫৫৮৪৯৭৯৬১)|

এব্যাপারে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাশেদুল আলম জানান, করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত রোগী দিন দিন বেড়েই চলেছে। আমাদের খাগড়াছড়ি জেলা এখনো করোনা ভাইরাস মুক্ত। তারপরও যদি কারো করোনা ভাইরাসের উপসর্গ বিশেষ করে সর্দি জ্বর কাশি হাচি দেখা দেয় তাহলে হোম কোয়ারান্টাইন বা আইসোলেসনে থাকা ব্যক্তিদের টেলিমেডিসিন বা ফোন কলের মাধ্যমে সার্বোক্ষণিক আমরা চিকিৎসা সেবা দিয়ে যাবো।

Exit mobile version