parbattanews

দীঘিনালায় কলেজছাত্রীর আত্মহত্যা: ৩ আসামীর একদিনের রিমান্ড

দীঘিনালায় উত্ত্যক্ত করার অভিযোগে কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় আটক তিন ছাত্রের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

 সোমবার(২ মার্চ) খাগড়াছড়ির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম জিল্লুর রহমান আটক আসামীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানাযায়, গত শনিবার(২৯ ফেব্রুয়ারি) প্রিয়া চাকমাকে মারধর ও অপমানের ঘটনায় গত রোববার ভোরে উপজেলার বড়াদম এলাকার খামারপাড়া গ্রামে এ আত্বহত্যা করে।

এঘটনায় অভিযুক্ত জোড়াব্রিজ এলাকার পুলিন বিহারী চাকমার ছেলে অনিক চাকমা, শান্তিপুর এলাকার সুনীল বিকাশ চাকমার ছেলে জয়েস চাকমা এবং কামাকুছড়া এলাকার জীবন কুমার চাকমার ছেলে সুমন্ত চাকমাকে আটক করে পুলিশ।

এঘটনায় প্রিয়া চাকমার বড় ভাই কল্যান চাকমা বাদী হয়ে, “নারী ও শিশু নির্যাতন দমন আইন” মামলা দায়ের করা করেন।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকতা এসআই পীযুষ কান্তি দে জানান, সোমবার খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে, আদালত একদিন রিমান্ড মঞ্জুর করেন।

Exit mobile version