parbattanews

দীঘিনালায় কৃত্তিকা ত্রিপুরা ধর্ষণ ও হত্যা মামলার সন্দেহভাজন পলাতক অারেক অাসামী গ্রেফতার

দিঘীনালা প্রতিনিধি:
দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকার কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণ এবং হত্যা মামলার সন্ধেহভাজন অারেক পলাতক অাসামী গ্রেফতার করা হয়েছে| অাটককৃত ওই অাসামীর নাম মোঃ মনির হোসেন(২৯)| সে উপজেলার রসিকনগর এলাকার অলী অাহম্মদ এর ছেলে| গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার বাঘাইহাট এলাকা থেকে অাটক করে দীঘিনালা থানার পুলিশ|

পুলিশ জানায়, গত ২৮ জুলাই শনিবার দুপুরে বিদ্যালয়ের টিফিন পিরিয়ডে দুপুর দুইটা বাজে বাড়ি অাসার পর অজ্ঞাত কয়েক যুবক জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করে|

খোজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে দশটায় পুলিশ ও এলাকাবাসী বাড়ির পার্শ্ববর্তী বাগান থেকে নিহত কৃত্তিকা ত্রিপুরা শরীরে হাতে পায়ে এবং গলায় অাঘাতসহ নিহতের লাশ উদ্ধার করে|

এ ঘটনায় উপজেলার বড় মেরুং এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে শাহ অালম(৩৩) এবং একই এলাকার জালাল উদ্দীনের ছেলে নজরুল ইসলাম ভান্ডারী(৩২)| এ ঘটনায় জড়িত মধ্য বোয়ালখালী এলাকার ফজর অালীর ছেলে মোঃ মনির হোসেন (৩৮)কে সন্দেহভাজন হিসেবে অাটক করা হলেও ঘটনার পর থেকেই মনির হোসেন পলাতক ছিলেন| তবে আটকরা এখনো দোষ স্বীকার করেনি।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ( ওসি) অাবদুস সামাদ পলাতক অাসামী গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, এর অাগে তিনজনকে অাটক করে রিমান্ড অাবেদন করা হলে অাদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন|

Exit mobile version