parbattanews

দীঘিনালায় চাঁদাবাজী বন্ধসহ গাড়ি পুড়িয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ

সন্ত্রাসীদের চাঁদাবাজী বন্ধ এবং গাড়ী পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল

দীঘিনালায় সন্ত্রাসীদের চাঁদাবাজী বন্ধ এবং গাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলাবাসী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে দীঘিনালা উপজেলাবাসীর ব্যানারে বাবুছড়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় বিক্ষোভ মিছিলটি নোয়া বাজার প্রদক্ষিণ করে বাবুছড়া আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সওকত উল ইসলাম, বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন এবং বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা সন্ত্রাসীদের চাঁদাবাজী বন্ধসহ গাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

Exit mobile version