parbattanews

দীঘিনালায় চাঙমা ভাষা কোর্স উদ্বোধন

Dighinala picture (Language)27-01-2017 copy

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালায় সাঙু পাঠাগার এবং চাঙমা সাহিত্য বা’র উদ্যোগে চাঙমা ভাষা কোর্স উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উপজেলার চংড়াছড়ি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ‘সাঙু পাঠাগার, চাঙমা বর্ণমালা ও ভাষা কোর্স উদ্বোধন করেন, শিশু একাডেমি সহকারী পরিচালক(অবসর প্রাপ্ত) বিপ্রদাশ বড়ুয়া।

আলোচনা সভায় সাঙু পাঠাগার’র সভাপতি দাঙগু ইনজেব চাকমা চারুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য দাঙগুবী শতরুপা চাঙমা, এনসিটিবি’র সদস্য এবং চাঙমা ভাষা গবেষক দাঙগু আনন্দ মোহন চাঙমা, সেভ দ্যা চিলড্রেন’র ম্যানেজার দাঙগু দেবপ্রিয় চাঙমা, খাগড়াছড়ি পাবলিক লাইব্রেরীয়ান দাঙগু রিকেন চাঙমা, জাবারাং কল্যাণ সমিতি’র উপজেলা ম্যানেজার দাঙগু বিদ্যুৎজ্যোতি চাঙমা এবং সাঙু পাঠাগার’র সহ সম্পাদক জয়সেন চাঙমা প্রমুখ।

এসময় চংড়াছড়ি, উত্তর রেংকার্য্যা এবংরেংকার্য্যা উচ্চ বিদ্যালয়ে ‘সাঙু পাঠাগার এবং চাঙমা বর্ণমালা ও ভাষা কোর্স উদ্বোধন করা হয়।

Exit mobile version