parbattanews

দীঘিনালায় চেতনানাশক ওষুধ খাইয়ে বাড়ি লুট

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালায় চেতনা নাশক ওষুধ খাইয়ে বাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে উপজেলার মধ্য বেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবেশী একজনসহ পাঁচজন চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বাজার থেকে মাছ এনে বাড়িতে রান্নার পর, বাড়ির সকলে রাতের খাবার খায় এবং ওই মাছ তরকারি নিয়ে পার্শ্ববতী একজন রাতে খাবার খায়। রাতের খাবার খাওয়ার পর পরই সবাই একসাথে ঘুমিয়ে পরে। এদিকে বাড়ির সকলে ঘুমিয়ে যাওয়ার পর, ঘরে রাখা নগদ প্রায় পাঁচ লক্ষ টাকাসহ রক্ষিত স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্বরা।

সোমবার বাড়ির লোকজন ঘুম থেকে না ওঠায়, প্রতিবেশীরা সকাল নটায় মুমুর্ষু অবস্থায় তাদের দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বাড়ির মালিক নুর নবী (৪৫), স্ত্রী সবুরা বেগম(৪৩) তাদের ছেলে নুর ইসলাম (২০), মেয়ে নারগিস বেগম (২১), এবং পাশ্ববর্তী রেজিয়া বেগম (২২)চিকিৎসাধীন। এখনো তারা সংজ্ঞাহীন।

এ ব্যাপারে প্রতিবেশী মনোয়ারা বেগম, মুর্শিদা বেগম জানান, গত রবিবার তারা ব্যাংক থেকে নগদ পাঁচ লক্ষ টাকা উত্তোলন করেছেন। দুর্বত্বরা বাড়ির নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তবে বাড়িতে থাকা জায়গাজমির কাগজপত্র নেয়নি বলে জানান তারা।

এ ব্যাপারে দীঘিনালা স্বাস্থ্য কম্েপ্লক্সের উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা মো. রাশেদুল আলম জানান, তাদের চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছে।

Exit mobile version