parbattanews

দীঘিনালায় ছাত্রাবাসে সেনাবাহিনী তল্লাশির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

 

প্রেস বিজ্ঞপ্তি:

শনিবার (১০ সেপ্টেম্বর ২০১৭) দিবাগত রাত ২:৩০টায় খাগড়াছড়ি জেলা দীঘিনালা উপজেলা নারিকেল বাগানে সেনাবাহিনী কর্তৃক একটি পাহাড়ি ছাত্রাবাসে ঘরে বেড়া কেটে ঢুকে ব্যাপক তল্লাশি ও ছাত্রদের ব্যবহৃত ব্যাগ, কাপড়-চোপড়, বইপত্র তছনছ ও রান্না সরঞ্জাম চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ মাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিশেষ জরুরী পরিস্থিতি উদ্ভব না হলে এবং রাষ্ট্রপতির নির্দেশ ব্যাতিরেখে; সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়া সেনাবাহিনী দেশের যে কোন নাগরিকের বাসা-বাড়িতে তল্লাশি চালাতে পারেন না। নারিকেল বাগানে সেনাবাহিনী যা করেছে তা সম্পূর্ণ দেশের বিদ্যমান আইনের সম্পূর্ণ পরিপন্থী। কোন আইনের ভিত্তিতে সেনাবাহিনী এমন গণবিরোধী কাজ করছে অথবা পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন চলছে কি না, তা সরকারকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে জনগণের সম্মুখে পরিস্কার করতে হবে।

নেতৃদ্বয় অবিলম্বে সেনাবহিনীর এ ধরণের হয়রানিমূলক তল্লাশিসহ বেআইনি গ্রেফতার, নির্যাতন, হত্যা, গুম বন্ধের জোর দাবি জানান। এছাড়া মিথ্যা মামলায় আটক পিসিপি’র সকল সদস্যদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও নান্যাচর উপজেলা পিসিপি নেতা শহীদ রমেল চাকমার খুনি মেজর তানভীর সালেহ ও লে. ক. বাহালুল আলমসহ সকল খুনের সাথে জড়িত সকল সেনা সদস্যদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Exit mobile version