parbattanews

দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দীঘিনালা প্রতিনিধি:

“দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি-হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।

গত রবিবার (১০ মার্চ) হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ে  উপজেলা প্রশাসন-দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ফায়ারসার্ভিস ও যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা ইউনিটের যৌথ উদ্যোগে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

পরে “আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে “দুর্যোগ পূর্ববর্তী-দুর্যোগকালীন-দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আলম সরকার, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, যুব উপদেষ্টা সুমন চন্দ্র নাথ প্রবীর, হাচিন সনপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নুরুল আফসার মুনাফ এবং দীঘিনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ মো. মেহেদী হাসান ও যুব রেড ক্রিসেন্ট এর জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান দিদারুল আলম রাফি।

পরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহড়ায় প্রাথমিক চিকিৎসা, দুর্যোগকালীন রোগী পরিবহন এবং আগুন নেভানোর পদ্ধতি শেখানোর  প্রদর্শন করা হয়।

Exit mobile version