দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে জেএসএস নেতা ও জেএসএস’র দুইগ্রুপে মধ্যে সংঘর্ষঃ গুলিবিদ্ধ ৪

brush_canvas_texture_Background_BS08060_wallcoo

উপজেলা প্রতিনিধি, দীঘিনালাঃ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার দীঘিনালায় জেএসএস’র দু’গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও অপরজন নিখোঁজ রয়েছে। স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী ও পুলিশ জানায় , সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দীঘিনালার হাচিনছন পুর গ্রামে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুবফোরামের সাবেক সভাপতি দিপন জ্যোতি চাকমা(৩৮) আহত হয়। অপরদিকে রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালায় উপজেলার দুর্গম ডাঙ্গাবাজার এলাকায় জেএসএস(সন্তু) জেএসএস(এমএন লারমা) গ্রুপের মধ্যে অন্তত অর্ধশতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়েছে।

এ সময় জেএসএস গ্রুপের নেতা ধাতু চাকমা(৩২) ও জেএসএস গ্রুপের নেতা কালাধন চাকমা(৩৫) আহত হয়। গুলিবিদ্ধ কালাধন চাকমাকে উদ্বার করা হলেও ধাতু চাকমাকে উদ্বার করা যায়নি। তবে স্থানীয় সূত্রগুলো গুলিতে ধাতু চাকমা মারা গেছে বলে ধারণা করছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদাত হোসেন টিটু জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে দু’জনকে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। ও লংগদু জোন কমান্ডার লে,কর্ণেল আজাহার জেএসএস’র দু’গ্রুপের গুলিবিনিময়ে একজন আহত হওয়ার কথা স্বীকার করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন