দীঘিনালায় তিন ইউনিয়নে দশ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

fec-image

দীঘিনালা উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ মুহূর্তে উপজেলার তিনটি ইউনিয়নে দশ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট ১নং মেরুং ইউনিয়নে চারজন, ২নং বোয়ালখালী ইউনিয়নে দুইজন এবং ৩নং কবাখালী ইউনিয়নে চারজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এর আগে গত ২৫ অক্টোবর “বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মনোনয়ন বোর্ডের সভা। সভায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দীঘিনালা উপজেলার তিনটি ইউনিয়নের প্রার্থীও চূড়ান্ত করা হয়। এসব প্রার্থীরা হলেন, ১নং মেরুং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদা আক্তার লাকী, ২নং বোয়ালখালী ইউনিয়নে, “ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা, এবং ৩নং কবাখালী ইউনিয়নে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল বারেককে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।

এছাড়া পাহাড়ের অন্যতম আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস (এমএন লারমা)র দলের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২নং বোয়ালখালী ইউনিয়নে উপজেলা জেএসএস (এমএন লারমা)র সাধারণ সম্পাদক চয়ন বিকাশ চাকমা (কালাধন) ৩নং কবাখালী ইউনিয়ন জেএসএস (এমএন লারমা) উপজেলা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক নলেজ চাকমা (জ্ঞান) মনোনীত করে দলীয় মনোনয়ন দেয়া হয়।

১নং মেরুং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি হেমাব্রত চাকমা (কার্বারী) এবং কবাখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, আবদুল কাইয়ুম।

উপজেলা নির্বাচনী কর্মকর্তা শাহেনসাহ লতিফুল খায়ের এর নিকট, ৩নং কবাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল বারেক, ২নং বোয়ালখালী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা এবং ১নং মেরুং ইউনিয়নে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদা বেগম লাকী।

এছাড়া ১নং মেরুং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, সাবেক চেয়ারম্যান রহমান কবির রতন, উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি হেমাব্রত চাকমা এবং চরমোনাইর পীর মনোনীত প্রার্থী মো. আশরাফুল ইসলাম।

২নং বোয়ালখালী ইউনিয়নে জেএসএস (এমএন লারমা)র দলের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী উপজেলা জেএসএস (এমএন লারমা)র সাধারণ সম্পাদক চয়ন বিকাশ চাকমা (কালাধন)

৩নং কবাখালী ইউনিয়ন জেএসএস (এমএন লারমা) উপজেলা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক নলেজ চাকমা (জ্ঞান) সাবেক চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা এবং আবদুল কাইয়ুম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এব্যাপারে উপজেলা নির্বাচনী কর্মকর্তা শাহেনসাহ লতিফুল খায়ের বলেন, মেরুং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ জন, বোয়ালখালীতে ২ জন ও কবাখালীতে ৪ জনসহ ৩ ইউনিয়নে মোট ১০ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনী পরিবেশ ভালো, প্রার্থীরা সকলে স্বাস্থ্যবিধি ও আচরণ বিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন