parbattanews

দীঘিনালায় তিন প্রার্থীর নির্বাচন বর্জন, পুন:নির্বাচন দাবি

দীঘিনালা প্রতিনিধি:

উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে দীঘিনালা উপজেলায় তিন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

সোমবার (১৮ মার্চ) দুপুর ২টায় দীঘিনালা উপজেলার লারমা স্কোয়ার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) এর কার্যালয়ে যৌথভাবে এ ঘোষণা দেয়।

এছাড়াও পুন:নির্বাচন দাবিসহ অনির্দিষ্ট কালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

নির্বাচন বর্জনকারী প্রার্থীরা হলেন- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী প্রফুল্ল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সমদা নন্দ চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গোপাদেবী।

এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) মনোনীত প্রার্থী প্রফুল্ল কুমার চাকমা জানান, নির্বাচনের দিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ কাশেম এর লোকজন বেআইনীভাবে কেন্দ্র দখল করে ভোট কারচুপি করে। তাই দুপুর থেকে নির্বাচন বর্জন করেন।

এসময় তারা যৌথভাবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী প্রফুল্ল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সমদা নন্দ চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গোপাদেবী পুন:নির্বাচন দাবিসহ অনির্দিষ্ট কালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।

Exit mobile version