parbattanews

দীঘিনালায় দম্পতির উদ্যোগে ত্রাণ বিতরণ

দীঘিনালায় এক শিক্ষক দম্পতি লক্ষিছড়ি উপজেলার “জারুলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কার্তিক ত্রিপুরা এবং মহালছড়ি উপজেলার ধুমনিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেবলি ত্রিপুরা উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রোববার (১৭ মে) সকালে উপজেলার দুর্গম চাপ্পাপাড়া এলাকার দরিদ্র জুমিয়া পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচী উদ্ধোধন করেন শিক্ষক কার্তিক ত্রিপুরা। এ সময় ১০ কেজি চাল, ১ লিটার তেল, ৫‘শ গ্রাম পিঁয়াজ, ৫‘শ গ্রাম লবণ, ৫‘শ গ্রাম ডাল এবং ৫ দিয়াশলাই হারে ৫০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এ ব্যাপারে চাপ্পা পাড়া গ্রামের জীবরক্তি ত্রিপুরা (৭০) জানান, স্বামী অসুস্থ। কাজকর্ম করতে পারে না| এ ত্রাণ সহযোগিতা পেয়ে খুবই উপকার হলো| আর্শিবাদ করছি।

একই গ্রামের ভারতী ত্রিপুরা (৬০) জানান, অন্যের কাজ করে জীবিকা নির্বাহ করি। কিন্তু এখন কোন কাজ নেই। ত্রাণ সামগ্রী পেয়ে খুব ভালো লাগছে।

এ ব্যাপারে শিক্ষক কার্তিক ত্রিপুরা জানান, কর্মহীন ক্ষুধার্ত মানুষের কষ্ট দেখে মায়া লাগে| তাই নিজের এবং স্ত্রীর বেতনের টাকা দিয়ে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। এভাবে ত্রাণ বিতরণ করতে পেরে আমার স্ত্রী জেবলি ত্রিপুরাও খুব খুশি|

Exit mobile version