parbattanews

দীঘিনালায় দুই দিনব্যাপি ডিজিটাল মেলা উদ্বোধন

Dm-3

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা প্রশাসনের আয়োজণে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় দীঘিনালা শিল্পকলা একাডেমীতে উক্ত মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোপা দেবী চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝর্ণা চাকমা, দীঘিনালা কলেজ‘র হিসাব বিজ্ঞান প্রভাষক মোঃ দুলাল হোসেন, উপজেলা কৃষি উপ- সহকারী কর্মকর্তা মোঃ মতিউর রহমান ও উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর উল্লাহ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রভাষক মোঃ দুলাল হোসেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল। ২দিন ব্যাপি আয়োজিত মেলায় ১২টি স্টলে ডিজিটাল পদ্ধতির বিভিন্ন তথ্য সেবা ও সুযোগ সুবিধা সর্ম্পকে ধারনা দেয়ার জন্য বিভিন্ন সামগ্রী প্রর্দশন করা হয়। মেলায় স্টল প্রদর্শনকারী বোয়ালখালী ইউনিয়ন তথ্যও সেবা কেন্দ্রের উদ্যোক্তা উলাঅং রাখাইন বলেন, ইউনিয়ন তথ্য ও সেবা স্থাপনের ফলে মানুষের দোরগোড়ায় তথ্য সেবা পৌছে দিতে পারছি।

Exit mobile version