parbattanews

দীঘিনালায় দুর্গম মায়াফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি চালু

 dighinala(khagrachari)-pic-(2)-08-05-2019 copy
 দীঘিনালা প্রতিনিধি:
 

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম মায়াফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিল কর্মসূচিতে দুপুরের খাবার ব্যবস্থা চালু করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহীদুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি বলেন, উন্নত জাতি গঠনে প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে। কারণ মেধা ও মনন প্রাথমিক পর্যায়ে দক্ষতা অর্জন করতে না পারলে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করতে পারবেনা। তিনি বলেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই উন্নত জাতি গঠন মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষতা অর্জন শুধু শিক্ষকদের ওপর নির্ভর করলে সফল হবেনা। এক্ষেত্রে অভিবাবকদের দায়িত্বও কোন অংশে কম নয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর মান উন্নয়ন ও খেলাধুলাসহ শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে মিড ডে মিল কর্মসূচি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াবে এতে সন্দেহের কোন অবকাশ নেই। তাই পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চালু করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজ্বী মো. কাশেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান গোপা দেবী চাকমা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হ্যাপী চাকমা, বায়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপলু বড়ুয়া বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন করেন সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহীদুল ইসলাম।

 

Exit mobile version