parbattanews

দীঘিনালায় দেড় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দীঘিনালায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে, আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সাহাদাৎ হোসেন।

এসময় উপজেলার দেড় হাজার কৃষকের মাঝে বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি হারে বিতরণ করা হয়।

নিউজটি ভিডিওতে দেখুন:

দীঘিনালায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Exit mobile version