parbattanews

দীঘিনালায় ধসে যাওয়া ঝুলন্ত সেতু চলাচলের জন্য উন্মুক্ত

প্রতিনিধি দীঘিনালা:

দীঘিনালা উপজেলার ৩নং কবাখালী ইউনিয়ন এবং ২নং বোয়ালখালী এলাকায় ধসে যাওয়ার ঝুলন্ত সেতু মেরামতের পর জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

বুধবার(২২ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে ঝুলন্ত সেতুর ফিতা কেটে জনসাধারণের জন্য উন্মুক্ত করেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিম প্রমুখ।

উল্লেখ্য, গত ঘুর্ণিঝড়ে ঝুলন্তু সেতুটি ভেঙ্গে যাওয়ার পর দুটি প্রাথমিক বিদ্যালয় একটি উচ্চ বিদ্যালয়ের দুই সহস্ত্রাধিক শিক্ষার্থীসহ দুই পাড়ের লোকজন নৌকায় করে পাড়াপাড় করতো। ঝুলন্ত সেতুটি মেরামতের পর দুই পাড়ের লোকজনের যাতায়াত সুগম হবে।

Exit mobile version