parbattanews

দীঘিনালায় নিরাপত্তাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

দীঘিনালা প্রতিনিধি:

দেশে শৈত্য প্রবাহ চলছে। প্রচণ্ড শীতে নিম্ন অায়ের মানুষের অবস্থা যবুথবু। অার্থিক সমস্যার কারণে অনেকে চিকিৎসা সেবা নিতে পারছে না! ঠিক তখনই গরীব দুস্থ মানুষ জনের চিকিৎসা সেবায় এগিয়ে এসেছে দীঘিনালা জোনের নিরাপত্তাবাহিনী।
এর অংশ হিসেবে সোমবার(৮জানুয়ারি) উপজেলার দুর্গম পূর্ব বাচা মেরুং এলাকায় চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়েছে।  চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন, দীঘিনালা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সালমান সাব্বির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রহমান কবির রতন।
এসময় চিকিৎসা ক্যাম্পে অাসা প্রায় তিন শতাধিক শিশু, নারী বয়োবৃদ্ধ রোগীদের চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
এব্যাপারে ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রহমান কবির রতন বলেন, দুর্গম পাহাড়ি এলাকার লোকজন ঠিকমত চিকিৎসা সেবা পাইনা। দুর্গম এলাকায় গিয়ে দুস্থ ও গরীব লোকজনের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেয়া খুব ভালো উদ্যোগ।
Exit mobile version