parbattanews

দীঘিনালায় নিরাপত্তাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

দীঘিনাল প্রতিনিধি:

দীঘিনালা উপজেলায় নিরাপত্তাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদ এর সাধনাটিলা বনবিহার, সোনামিয়াটিলা, বাবুছড়া এলাকার গরিব ও দুস্থ পরিবারের মাঝে চিকিৎসাসেবাসহ  বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল তিনটা পর্যন্ত চলে এ চিকিৎসাসেবা। চিকিৎসাসেবা পরিচালনা করেন, দীঘিনালা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সালমান সাব্বির।

এসময় চিকিৎসা ক্যাম্পে আসা প্রায় ৮৪জন শিশু, নারী বয়োবৃদ্ধ রোগীদের চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

চিকিৎসা নিতে আসা কালাবি চাকমা(৪৫) জানান, দুর্গম পাহাড়ি এলাকার লোকজন ঠিকমত চিকিৎসা সেবা পায় না। দুর্গম এলাকায় গিয়ে দুস্থ ও গরিব লোকজনের মাঝে চিকিৎসা সেবা দেয়া একটা আর্তমানবতার কাজ করছে| এতে করে দুর্গম এলাকার লোকজন উপকৃত হচ্ছে|

Exit mobile version