parbattanews

দীঘিনালায় নির্বাচনী সহিংসতা: আহত ১৬

খাগড়াছড়ির পার্বত্য জেলার দীঘিনালায় নির্বাচনী সহিংসতায় ১৬ জন আহত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার কবাখালি, বোয়ালখালি ও মেরুং ইউনিয়নে জালভোট দেওয়াকে কেন্দ্র করে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় কবাখালি ইউনিয়নে দায়িত্বরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা করে দুবৃর্ত্তরা। আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেরুং ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মাঈন উদ্দিন বলেন, বাঁচা মেরুং কেন্দ্রে ব্যালট ছিনিয়ে নিলে দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘাতে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। হাজাধন কার্বারিপাড়ায়ও সংঘর্ষের ঘটনা ঘটে। দুই কেন্দ্রে আহত হয় ১৩ জন। এ ছাড়া কবাখালির হাচিনসনপুর কেন্দ্রে সংঘর্ষে ৩ জন আহত হয়।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কয়েকটি কেন্দ্রে সংঘাতের ঘটনা ঘটে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গাড়িতে ঢিল ছুড়েছে। কিছুক্ষণ স্থগিত থাকার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

Exit mobile version