parbattanews

দীঘিনালায় নয়টি পুজামন্ডবে দূর্গাপুজার প্রস্তুতি সম্পন্ন

durga-puja1-300x180

মোঃ আল আমিন, দীঘিনালা:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৯টি পুজামন্ডবে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পুজার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দির পূজা কমিটির সভাপতি বাবু পলাশ দে পার্বত্যনিউজকে জানান, পূজা উৎযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন টিটো জানান, দূর্গাপুজার প্রতিটি পূজামন্ডবে একজন অফির্সারের নের্তৃত্বে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য একটি করে টিম গঠন করা হয়েছে। যত দিন পূজা চলবে তত দিন পূজামন্ডবে অবস্থান করবে। শান্তি শৃংখলা বজায় রাখতে বিশেষভাবে মোবাইল টিম বিভিন্ন পূজামন্ডবগুলো পর্যবেক্ষণ করবে, যাতে করে কোন অম্প্রীতিকর ঘটনা না ঘটে।

এদিকে শিক্ষাবিদ রাজিব ত্রিপুরার কাছে পূজা উৎযাপন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সকল ধর্মের বাণি মানুষের মঙ্গলের জন্য। তাই তিনি ধর্মীয় উৎসবগুলো যাতে সকল সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় থাকে সেজন্য সকলের প্রতি আহবান জানান।

Exit mobile version