parbattanews

দীঘিনালায় পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনতে মতবিনিময় সভা 

dav

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা উপজেলায় পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনতে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| সোমবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা শিল্পকলা একাডেমীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

প্রধান অতিথি তার বক্তব্যে ‘নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে, ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।

এসময় তিনি উপস্থিত ব্যাটারি চালিত অটোরিক্সা এবং মোটরযান মালিক ও চালকদের ‘মদ্যপ এবং অপ্রাপ্ত বয়সে গাড়ি না চালানো, যত্রতত্র পার্কিং না করার আহবান জানান।

অটোরিক্সার দুইপাশে মালামাল বহন না করাসহ স্পিড ব্রেকার, ট্রাফিক সিগন্যাল মানাসহ মোড়ে হর্ণ দেয়ার আহবান জানান।

এসময় তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলে চালক এবং যাত্রীকে হেলমেট ব্যবহারসহ মালামাল পরিবহন না করার নির্দেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিম, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ।

Exit mobile version