parbattanews

দীঘিনালায় পার্বত্যচুক্তি’র ২৩তম বর্ষপূর্তি উদযাপন করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)

“অবিলম্বে পার্বত্যচুক্তি (শান্তিচুক্তি)’র যথাযথ বাস্তবায়ন করতে হবে” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্যচুক্তি (শান্তিচুক্তি)’র বর্ষপূর্তি পালন করা হয়েছে।

২ডিসেম্বর (বুধবার) সকালে দীঘিনালা উপজেলার কল্পরঞ্জন মাঠে সমাবেশের আয়োজন করে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গনতান্ত্রিক)।

সমাবেশে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গনতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কান্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় জনসংহতি সমিতির কেন্দ্রীয় শরণার্থী বিষয়ক সম্পাদক প্রফুল্ল কুমার চাকমা।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রীতিময় চাকমা, ফটিকছড়ি (উত্তর) জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাদ্দন দে, হাটহাজারী উপজেলা মানবাধিকার কর্মী আবদুর রহিম, পাহাড়ি ছাত্র পরিষদ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপন চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জুম্ম জাতির অধিকার আদায়ে পার্বত্যচুক্তি (শান্তিচুক্তি)’র যথাযথ বাস্তবায়নের আহ্বান জানান।

Exit mobile version