দীঘিনালায় পার্বত্য নারী সংঘের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Nari Shanga Pic
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

‘সমাজের অবক্ষয় রোধ তথা সুষ্ঠু সমাজ বিনির্মানে নারী সমাজ জাগ্রত হও, ভূইওর গুনে রুও, মা-র গুনে পুও শ্লোগানে নারী সমাজ চার দেয়ালের গন্ডি ভেঙে বেরিয়ে এসো জাতি গঠনে’- এই আহবানে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় পার্বত্য নারী সংঘের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে দশটায় কমিটি গঠন উপলক্ষে পার্বত্য নারী সংঘের ব্যনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মিকা চাকমাকে আহ্বায়ক ও শ্রাবনী চাকমাকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট দীঘিনালা থানা শাখার
আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় প্রতিভা চাকমার সভাপতিত্বে ও অবনিতা চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পার্বত্য নারী সংঘের কেন্দ্রীয় সভাপতি ও ৮ গণসংগঠনের কনভেনিং কমিটির আহ্বায়ক সোনালী চাকমা, ইউপিডিএফ দীঘিনালা ইউনিটের সমন্বয়ক মিল্টন চাকমা, ইউপিডিএফ সংগঠক কিশোর চাকমা, সাজেক নারী সমাজের সহ-সভাপতি জ্যোৎস্না রানী চাকমা, সমরিকা চাকমা, শ্রাবনী চাকমা, গোপা চাকমা, সীমা ত্রিপুরা ও বিশাখা চাকমা প্রমুখ।

সভায় বক্তারা নারী নির্যাতন, ধর্ষন, হত্যা, গুম, অব্যাহত ভূমি বেদখল ইত্যাদি সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন