parbattanews

দীঘিনালায় পাহাড়ি জনগোষ্ঠীদের প্রধান উৎসব বৈসাবি উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান উৎসব বিঝু, বৈসুক ও সাংগ্রাই উৎসব উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান প্রতিমন্ত্রী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

৫ দিন ব্যাপী অনুষ্ঠানে ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, শতরূপা চাকমা এবং বিঝু উদযাপন কমিটির সদস্য সচিব বাবু আনন্দ মোহন চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি ভিডিওতে দেখুন:

দীঘিনালায় পাহাড়ী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান উৎসব বৈসাবি উদ্বোধন

Exit mobile version