parbattanews

দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সদস্য ত্রিদিব চাকমা ওরফে শিমুল (৪২) নিহত হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকাল আড়াইটার দিকে দীঘিনালা-বাবুছড়া সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।

সে দীঘিনালার কবাখালি ইউনিয়নের কৃপাপুর গ্রামো দেবেন্দ্র চাকমার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৭ জনের একটি দল মোটর সাইকেল ও সিএনজিযোগে কার্বারি টিলায় এসে ত্রিদিব চাকমা ওরফে শিমুলকে(৪২) গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলীকে ফোন দেওয়া হলেও না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা জেলার দীঘিনালায় ইউপিডিএফ সদস্য ত্রিদিব চাকমাকে (শিমূল) হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং এ ঘটনার জন্য সন্ত্রাসী ঠ্যাঙারে বাহিনীকে দায়ী করেছে। সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি অবিলম্বে খুনীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

ইউপিডিএফ নেতা অংগ্য মারমা বিবৃতিতে বলেন, গত দুই যুগেরও বেশি সময় ধরে খুন, গুম, গ্রেফতার, হামলা-মামলা তথা রাজনৈতিক দমন-পীড়ন চালিয়ে ইউপিডিএফকে দমন করা যায়নি, ভবিষ্যতেও যাবে না।

Exit mobile version