parbattanews

দীঘিনালায় প্রধান শিক্ষকদের দু‘দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

12721971_959518384143939_91023529_n

দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একাডেমিক দক্ষতা বৃদ্ধি করতে দু‘দিন ব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কর্মশালা রোববার শেষ হয়েছে। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালায় ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশ গ্রহণ করেন।

উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাবারাং এর সিনিয়র টেকনিক্যাল অফিসার অরুণ জ্যোতি চাকমা। এ সময় প্রশিক্ষণ পরিচালক উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর মো. মাইন উদ্দিন, রিড প্রকল্পের টেকনিক্যাল অফিসার মি. পল ত্রিপুুরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশ নেয়া পাবলাখালি শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস ঝিনু চাকমা এক প্রতিক্রিয়ায় বলেন, এ প্রশিক্ষণ শিক্ষকদের পড়ানোর দক্ষতা মূূল্যায়নের জন্য খুুবই কাজে দেবে। আমাদের ধ্বনিগত সচেতনতা, বর্ণজ্ঞান, শব্দজ্ঞান, সাবলিলতা ও বোধগম্যতার উপর সহকারী শিক্ষকদের পড়ানোর দক্ষতা যাচাই বা মূল্যায়ন করার জন্য এ প্রশিক্ষণে একজন সুপারভাইজারের অনেক কৌশল ও দায়িত্ব শিখতে পেরেছি।

উল্লেখ্য, ইউএসএআইডি ও সেভ দ্যা চিলড্রেন এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি এ প্রশিক্ষণের আয়োজন করে।

Exit mobile version