parbattanews

দীঘিনালায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি:

দীঘিনালায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বুধবার দীঘিনালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে পদক ও সার্টিফিকেট তুলে দেন,  খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

আলোচনা সভায় সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়া উদ্দীন মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  মো. সাইফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা চাকমা এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মাইনুদ্দীন।

আলোচনা সভায় সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সাতাশটি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন স্কুলের নিরানব্বই জন এবং ইবতেদায়ী পরীক্ষায় জিপিএ-৫ দুটি মাদ্রাসার নয় জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

Exit mobile version